মানিকগঞ্জ : পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সরকারী দেবন্দ্র কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, ফোরামের সভাপতি মশির আহমেদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাথে কমিউনিটি পুলিশিং ফোরামের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।