মানিকগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দেশের সর্ব বৃহৎ কৃষক সংগঠন বাংলাদেশ কৃষকলীগের মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে ।
গত ১০ ফেব্রুয়ারী ২০২১ তারিখে বর্ধিত সভার আলোকে মো: সমাপ্ত হোসেনকে আহ্বায়ক এবং মো: বুলবুল আহমেদ রকিকে সদস্য সচিব করে ৭৯ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারন সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি। আহ্বায়ক কমিটির অন্যান্যের মধ্যে যুগ্ন-আহ্বায়ক- মো. আব্দুর রাজ্জাক,ডা: মো.আব্দুল কাদের, শোভা রহমান, অসিয়ার রহমান সিকো, লাভলী চৌধুরী, সদস্য আরাফাত হোসেন সুইট, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কামরুল হাসান শরিফ প্রমুখ ।
উল্লেখ্য, আহ্বায়ক কমিটিকে জেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা সম্মেলন আয়োজনসহ কমিটি অনুমোদন করার মাধ্যমে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন প্রক্রিয়া সম্পন্ন করবেন। অতঃপর আগামী তিন মাসের মধ্যে (অনধিক ৯০ দিন) মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন করার গঠনতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করবেন।
সবখবর/ নিউজ ডেস্ক