মানিকগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার গড়পাড়াস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ খান ফটো, পৌর মেয়র মো: রমজান আলী, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি সুলতানুল আজম খান আপেল, সদর থানার ওসি আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় গড়পাড়া কিংস ২-০ গোলে ইউসুফ ইব্রাহিম ফুটবল ক্লাবকে পরাজিত করে।
টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়।
আ/লি