মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ ফান্ডের উদ্যোগে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বেলা ১২ টার দিকে গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন।
সংগঠনের সভাপতি ইঞ্জি. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক মো: ইছাক, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মিলন হোসেন, যুগ্ম সম্পাদক রাকিব হোসেন, কোষাধ্যক্ষ মামুন হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আমজাদ হোসেন, ডা. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় দুইশতাধিক দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
সংগঠনটি দীর্ঘদিন ধরে নিজেদের সদস্যদের চাঁদার টাকা দিয়ে শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপনসহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।
সবখবর/ আআ