মানিকগঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানিকগঞ্জের সিদ্দিকনগর দরবার শরীফে বিশ্ব ইজতিমাসহ প্রতিমাসেই মাসিক মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লাখো মানুষের সমাগম ঘটে। সেসব মানুষের স্বাস্থ্য সেবাদানের লক্ষ্যে পটল ময়দানে একটি ১০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।
শুক্রবার বাদজু‘মা তালিমে ইসলামের তিনদিন ব্যাপী বিশ্বইজতিমার শেষ দিনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইজতিমা ও মাহফিলে নানা বয়েসী লাখো মুসল্লিদের সমাগম ঘটে। এখানে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাই এখানে একটি হাসপাতালের খুবই প্রয়োজন।
এসময় সাবেক প্রতিমন্ত্রী গোলাম ছারোয়ার মিলন, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইজতিমা পরিচালনা করেন পীরে কামিল ও মুকাম্মিল, আলহাজ্ব হযরত মাওলানা ড. মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী।