মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় মুলজান এলাকায় সেলফি পরিবহন ও গোন্ডেল লাইন পরিবহনের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও ২২জন আহত হয়েছেন।
রোববার দুপুরে পৌনে ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মোল্লা ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নকর্মী ছিলেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুপুর পৌনে ২ টার দিকে দুই বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেলেও বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: কাজী একেএম রাসেল জানান, ‘দুর্ঘটনায় আহত ২২ জনের মধ্যে আটজন ভর্তি, গুরুতর আহত পাঁচজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে ও অপর নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’
আআ