মানিকগঞ্জে করোনা মোকাবেলায় কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এ উপহার বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, মুক্তিযোদ্ধা মোমিন উদ্দিন ও প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।
খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনের মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এককেজি ডাল, এক প্যাকেট সেমাই, এককেজি চিনি, একটি শাড়ি কাপড়, মাস্ক, সাবান ও হ্যান্ডস্যানিটাইজার।
অনষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী করোনায় মোকাবেলায় অসহায় কর্মহীন পরিবারের কথা চিন্তা করে ঈদের সামনে এই উপহার বিতরণ করেন। প্রধানমন্ত্রী চায় দেশের সকল মানুষকে নিয়ে ঈদ উপভোগ করতে। এর জন্য আজকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী আপনাদের মাঝে বিতরণ করা হলো ।
রা/চৌ