মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয়ে দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে দুটি ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩ টার দিকে হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামে একটি অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলা হয়েছে। বিনা লাইসেন্সে ইটভাটা পরিচালনা করার দায়ে ভাটার মালিক আব্দুল সালেককে এক লাখ টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুহুল আমিন।
এদিকে দুপুরে শিবালয় উপজেলার টেপড়া ভাকলা সড়কের পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে চলা কেএন্ডএস ব্রিক্স নামের একটি ইটভাটাও গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, পরিবেশ দুষণ ও কর ফাঁকির অভিযোগে ইটভাটা মালিক আতিকুর রহমানকে ৭ দিনের মধ্যে চিমনি অপসারণ করার নির্দেশ দিয়ে মুচলেকা নেয়া হয়েছে। সেই সাথে ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।