মানিকগঞ্জ : নানা আয়োজনে মানিকগঞ্জে পালিত হয়েছে দৈনিক আমার নিউজের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাবিব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
পত্রিকার সম্পাদক আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ডেইলী স্টার ও আরটিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
আলোচনা সভা শেষে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।