মানিকগঞ্জ : কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক দেশ রুপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি হাসান ফয়জী।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভির জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান।
বক্তারা পত্রিকা ও প্রতিনিধির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।