মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে ইদ্রিস আলী (৪৬) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২ টার দিকে আন্ধারমানিক কালীগঙ্গা নদীর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইদ্রিস আলী উপজেলার চর বেউথা কদমতলী গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে। তিনি ৫ ছেলে সন্তানের জনক।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ জানান, গতকাল রবিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। দুপুরে নদীর পারে অবস্থিত কবরাস্থানের পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি পরিকল্পিত হত্যা কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
সবখবর/ রাশেদ চৌধুরী