মানিকগঞ্জ : র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে বৈশাখী টিভির জন্মদিন। শুক্রবার বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক, যমুনা টিভির স্টাফ রিপোর্টার বিএম খোরশেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মারুফ হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজাহান বিশ্বাস, সাবেক সভাপতি কালেরকন্ঠের জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটন, কার্যকরী সদস্য এটিএন নিউজের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, ইত্তেফাকের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জেলা শহরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।