মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে পিকআপভ্যানের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত মা-মেয়ের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে দুর্ঘটনার পরপরই তাদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনায় নিহত মায়ের বয়স আনুমানিক ৩৫ বছর এবং মেয়ের বয়স আনুমানিক ৮ বছর। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।