মানিকগঞ্জের সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে অঞ্জলী রানী মন্ডল (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে আটটার দিকে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অঞ্জলী উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আউটপাড়া গ্রামের মৃত অভিলাষ মন্ডলের স্ত্রী। তিনি এক ছেলে ও তিন মেয়ের জননী ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, নিহত অঞ্জলী ছেলের সাথে বসবাস করতো। আজ রাতের কোন এক সময়ে পেটে ব্যাথাজনিত কারণে তিনি গাছের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রা/চৌ