মানিকগঞ্জ : মানিকগঞ্জে বেলায়েত হোসেন খান-ডিএফএ কাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিটি ক্লাব। রবিবার বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্ণামেন্টের চুড়ান্ত খেলায় তারা ঐতিহ্যবাহী দাশড়া পল্লী মঙ্গল সমিতিকে ২-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের মাসুম ও রবিন গোল দুটি করেন। মাসুম টুর্ণামেন্টে এবং রবিন চুড়ান্ত খেলায় সেরা খেলোয়ার বিবেচিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা্ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক তোবারক হোসেন খান রিয়াদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শামীম হোসেন, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক গাজী খায়রুল হুদা ফারুক, জাগীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিএম আব্দুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খোরশেদ আলম চৌধুরী লাভলু, একেএম হামিদুর রশিদ ফিরোজ, বাসুদেব সাহা, প্রবীর শিকদার রিপন ও রোমেজা আক্তার মাহিনসহ উভয় দলের কর্মকর্তাবৃন্দ।
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এই টুর্ণামেন্টে অংশ নেয় জেলার শীর্ষস্থানীয় ৬টি ফুটবল দল।