জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার রিফাত রহমান শামীম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এনিয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামানা করনে।