মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে বাসের চাপায় রিক্সা চালকসহ দুই জন নিহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ঘিওর উপজেলার শোলধারা এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে রিক্সা চালক আইজুদ্দীন (৫০) ও শিবালয় উপজেলার পয়লা এলাকার সোনামুদ্দিনের ছেলে মো: সেলিম (৩৪)।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা জানান, আজ দুপুরের দিকে জোকা এলাকায় সিএনজি পাম্পের কাছে রিক্সা করে আসতে ছিল সেলিম। এসময় ঢাকাগামি বিলাস এন্ড সিফাত পপরিবহনের একটি যাত্রীবাহী বাস রিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলে তারা দুজন নিহত হন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। নিহতদের মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সবখবর/ আআ