মানিকগঞ্জ : মানিকগঞ্জের মুক্তিযুদ্ধের বিজয় মেলায় জেলা পুলিশের আয়োজনে মঞ্চস্থ হলো মঞ্চ নাটক লাল জমিন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
মানিকগঞ্জ পুৃলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, মানিকগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামীলীগের সহসভাপতি রমজান আলী, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় মান্নান হীরা রচিত লাল জমিন নাটকটি মঞ্চস্থ হয়। এতে মূখ্য চরিত্রে অভিনয় করেন মোমেনা চৌধুরী।