মানিকগঞ্জ : আগামী ১৩ ডিসেম্বর মানিকগঞ্জে শুরু হতে যাচ্ছে ঐহিত্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
মেলা পরিচালনা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল মজিদ ফটো।
প্রতিবছরের ন্যায় এবারও মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবসের দিন এই মেলা শুরু হবে। মেলা চলবে ২৬ ডিসেম্বর তারিখ পর্যন্ত। মেলায় অন্তত দুই শতাধিক স্টল বরাদ্দ দেয়া হবে। এছাড়াও মেলায় থাকবে সার্কাস, পুতুল নাচ, নাগরদোলাসহ নানা বিনোদনের আয়োজন। সেই সাথে প্রতিদিন বিজয় মঞ্চে আলোচনাসভা ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা।