মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু টেক্সটাইল লি: এর প্রকৌশল বিভাগের ইনচার্জ ইব্রাহিম হোসেনের বাসায় ব্লেন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্নু টেক্সটাইল মিলের আবাসিক এলাকায় তার বাসায় এ দূর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, শনিবার রাত ৭টার দিকে ইব্রাহিম হোসেনের বাসায় ব্লেন্ডার চালানোর সময় হঠাৎ বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। এসময় ইব্রাহিম হোসেনের স্ত্রী আসমা বেগম (৫০), ছেলে আরিফ হোসেন (১৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৮) আগুনে দগ্ধ হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।