মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাঙ্গারির দোকান থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকেল পাঁচটার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
আটক মো. রুহুল আমিন (৫৫) উপজেলার কামতা গ্রামের মৃত জলিল শেখের ছেলে। তিনি পেশায় একজন ভাঙ্গারি ব্যবসায়ী।
ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামতা এলাকায় এসআই মো. নাজমুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আজ দুপুর দেড়টার দিকে মাদক কারবারি রুহুল আমিনকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা।
আটক রুহুল ভাঙ্গারি ব্যবসার পাশাপাশি গাঁজা বিক্রির সাথে জড়িত। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আআ