মানিকগঞ্জে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের সার্বিক দিক নির্দেশনায় সদর উপজেলার জাগির পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের মৃত হেজমত আলীর ছেলে হাসমত আলী হাসুকে (৪০) গ্রেপ্তার করা হয়।
গত ২৪ ঘন্টায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ কর্তৃক ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন, ৬৫ (পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট, যার সর্বমোট মূল্য অনুমান-৮৯,৫০০/-(উননব্বই হাজার পাঁচশত) টাকা উদ্ধারসহ ০৪ জন মাদক কারবারী গ্রেফতার। একই অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ সদর উপজেলার আংগুটিয়া গ্রামের আ: সামাদের ছেলে ওয়াসিম (৩৭) ও ঘোনা গ্রামের ফজর আলীর ছেলে মো: আলামিন মিয়াকে (২১) গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযানে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ আব্দুল আলীর ছেলে জাফর ইকবালকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আ/লি