মানিকগঞ্জ : মুক্তিযুদ্ধ মঞ্চের মানিকগঞ্জে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন এই কমিটির অনুমোদন দেন।
আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
জেলা শাখার এই কমিটিতে সভাপতি এম. এ. সিফাদ কোরাইশী, সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, মো. সুজন রানা, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজল।
এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।