মানিকগঞ্জ : ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হোক আজকের প্রজন্ম’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
শুক্রবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।
এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেলা কমিটির চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মেলার সদস্য সচিব জেলা আওয়ালীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মুক্তিযোদ্ধা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগেই আমরা স্বাধীনতা পেয়েছি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধার কল্যাণে সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করতে নানা ভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাদেরকে শক্তহাতে প্রতিহত করতে হবে।
মেলা মঞ্চে প্রতিদিন আলোচনাসভা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলায় সার্কাস, পুতুলনাচসহ দুই শতাধিক স্টল রয়েছে।