মানিকগঞ্জ : মানিকগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
এতে অতিথি হিসেবে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলম মহীউদ্দীন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) মানিকগঞ্জ জেলার উপ-পরিচালক আবদুল কাদের খান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুল মজিদ ফটো, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন খান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ২৪জন বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। এদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারি পুলিশ সুপার, চারজন পুলিশ পরিদর্শক, চারজন উপ-পরিদর্শক, দুইজন টিএসআই, একজন এএসআই, একজন এটিএসআই ও ১০জন কনস্টেবল রয়েছেন।
অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান।