মানিকগঞ্জ : এশিয়া মহাদেশের বিশিষ্ট দানবীর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শহীদ রণদা প্রসাদ সাহার ১২৩ তম জন্ম বার্ষিকী মানিকগঞ্জে পালিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের রণদা প্রসাদ চত্তরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিরীন্দ্র্র কুমার রায়, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জাফর ইকবাল, শিক্ষক অপুরাম ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশিরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা ।
শহীদ রণদা প্রসাদ সাহা মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বহু শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন।
সবখবর/ আওয়াল