মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে কায়সার আহমেদ (৪৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
বুধবার রাত ১ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
নিহত কায়সারের বাড়ি পটুয়াখালী জেলায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ সিংগাইরে অভিযানে যায়। মধ্যরাতে সিংগাইরের ওই এলাকায় ৮/১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর সন্ত্রাসীদের সঙ্গে র্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে কায়সার গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত কায়সারের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।