মানিকগঞ্জ : মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।
সোমবার সকাল ৭টায় মানিকগঞ্জের শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি মুমিনুল ইসলাম খোকন, সহ-সভাপতি অভিজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল রাহী, সহ-সম্পাদক কাজী জুনাইদ হোসেন প্রতীক, প্রচার সম্পাদক রিপন আলী, দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন, দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বলেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হতে হবে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের আসল ইতিহাস সকলের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।