মানিকগঞ্জ : আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে মানিকগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে সদর উপজেলা যুবলীগের আয়োজনে এই জন্মদিন পালন করা হয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টুসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।