মানিকগঞ্জ : বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন। সমবায় শক্তি, সমবায়ই মুক্তি এই শ্লোগানে মানিকগঞ্জে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস।
দিনটি উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় যৌথভাবে একটি র্যালী বের করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করে।
র্যালীতে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা সমবায় কর্মকর্তা লায়লা সরকার, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা কার্যালয়ের প্রশিক্ষক সাইফুল ইসলাম, সমৃদ্ধ জনপদ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. হাশেম আলীসহ বিভিন্ন সমবায়ীরা উপস্থিত ছিলেন।