আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার পার্টির মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে সময় টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সময় টেলিভিশনের স্টাফ রির্পোটার ইউসুফ আলীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির প্রমুখ।
বক্তারা বলেন, সময় টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একযুগে প্রবেশ করে পাঠকের ভালোবাসা ও জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলা ভাষাভাষী মানুষের কাছে দেশ ও প্রবাসে সমান জনপ্রিয় এই চ্যানেলটি। বর্তমান ধারা অব্যাহত রেখে সময় টিভি সামনের দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।
এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আআ