মানিকগঞ্জ : মানিকগঞ্জে হাজারো কন্ঠে গাইলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাট’ গানটি। নজরুল ও তার সহর্ধমীনি প্রমিলা নজরুলের স্মৃতিধন্য শিবালয় উপজেলা তেওতা স্কুল মাঠে ব্যতিক্রমী এই গানের আয়োজন করা হয়।
শুক্রবার দুপুরে নজরুল সাহিত্য চর্চা কেন্দ্রিক সংগঠন ‘বাঁশরী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে বন্ধু ফাউন্ডেশন চেয়ারম্যান ড. মোঃ খালেকুজ্জামান, এজিএম আশরাফুল আলম, ব্যবস্থাপক (প্রশাসন) মুশফিক মাহবুব শুভ্র, বাঁশরী সাধারণ সম্পাদক জাকির হোসেন, নজরুল গবেষক রফিকুল আলম চৌধুরী, অজয় চক্রবতী, শিবালয় প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর ও তেওতা ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাদেশ দেশ থেকে আসা সংগঠনের কর্মীরা গানে অংশ নেন। নজরুলকে সর্বত্র ছড়িয়ে দিতেই এমন ব্যতিক্রমী আয়োজন বলে জানান আয়োজকরা।