মানিকগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে মানিকগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে বই, বিধবা ও দুঃস্থ নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের চলাচল জন্য হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শিল্প সাহিত্য ও সেবা মেলা মঞ্চে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে বই সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, পৌর কাউন্সিলর সুভাষ সরকার, জেলা পরিষদের সদস্য আবুল বাশার প্রমূখ।
বিতরনের মধ্যে ছিল ৩ লক্ষ টাকার বই, ১১ লক্ষ টাকার ১২২টি সেলাই মেশিন, ৩ লক্ষ টাকার ৩২টি হুইল চেয়ার।