বিনোদন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের উপন্যাস নীল দংশন অবলম্বে নির্মিত হয়েছে নাটক। মনির হায়দারের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।
সম্প্রতি ঢাকায় নীল দংশনর শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
নাটকটি প্রসঙ্গে পরিচালক হাসান রেজাউল বলেন, আমি সাহিত্য নির্ভর কাজ করতে ভালোবাসি৷ আমি চাই এদেশের কবি-সাহিত্যিকরা মুক্তিযুদ্ধ নিয়ে যা লিখে গেছেন, তা দর্শকদের জন্য পর্দায় নিয়ে আসতে৷
তারই একটি ক্ষুদ্র প্রয়াস সৈয়দ শামসুল হক রচিত নীল দংশন উপন্যাসটি৷ মুক্তিযুদ্ধের ওপর এটাই আমার নির্মিত প্রথম নাটক৷ আশা করি দর্শকের ভালো লাগবে৷
বঙ্গবিডির প্রযোজনায় এবং অন ফোকাসের নির্মাণে নীল দংশন নাটকে আরও অভিনয় করেছেন রওনক হাসান ও হাসান তাইয়্যাব ইমামসহ অনেকে। সোমবার মহান বিজয় দিবসে রাত ৮ টায় নাগরিক টিভিতে নাটকটি প্রচার হবে।