ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানাধীন স্বদেশ প্রোপার্টি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। মিন্টু কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
রবিবার দিবাগত রাত সোয়া একটায় রাজধানীর খিলক্ষেতে একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র্যাব ১-এর গুলিবিনিময়কালে ওই কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের দিকে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টিজ এলাকায় এক দল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র্যাব-১ এর গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু নিহত হয়েছে। র্যাব-১ এর এক সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা, দুটি অস্ত্র, ৯টি মাদক ও একটি মারামারির মামলার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব সূত্র।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২টি শটগান, ১০টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সব খবর/ আআ