মানিকগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রোজাদারের মাঝে ইফতার ও খাবার বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ।
শনিবার বিকালে মানিকগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের নবজাগরণ সংসদ ক্লাব প্রাঙ্গণে তিন শতাধিক রোজাদারের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
এসময় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম খান, মনিরুল ইসলাম খান মনি, সুবল সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, কাজী বুলবুল, যুবলীগ নেতা ওমর ফারুক, পৌর যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিপুল, মাহমুদুল হক শুভসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আআ