শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবা সেবনের দায়ে নারীসহ ৩ জনকে আটক করেছে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়।
জানা গেছে, উপজেলার মহাদেবপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে ইয়াবা সেবনরত অবস্থায় রেবেকা (২৪) রফিকুল (৪০) ও ফজর আলী (৫০) নামে তিন জনকে আটক করে।
আটককৃতদের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদের আদালতে তোলা হলে প্রত্যেককে ছয় মাস করে কারাদন্ড দেয়া হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইন্সপেক্টর সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে অপর একটি সুত্র জানিয়েছে, মহাদেবপুর ও পার্শ্ববতী এলাকায় ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের ভয়াবহ বিস্তার লাভ করেছে। এতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ নানা বয়সী নারী-পুরুষ আসক্ত হয়ে পড়েছে। বিভিন্ন মহল মাদক বিরোধী অভিযান আরো জোরদার করার দাবি তুলছে।