শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ।
শনিবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন স্থানে ঘুরে-ঘুরে তীব্র শীতে নাকাল ছিন্নমূল নানা বয়সী মানুষের গায়ে উষ্ণতার কম্বল জড়িয়ে দেন তিনি। এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা সুদেব রায় উপস্থিত ছিলেন।
প্রকল্প কর্মকর্তা জানিয়েছেন, শীতবস্ত্র’র চাহিদা পূরণে উর্দ্ধতন মহলকে অবগত করা হয়েছে। যা পর্যায়ক্রমে এলাকার হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।