শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ) : বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা বৃহস্পতিবার শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রেজাউর রহমান খান জানু এতে সভাপতিত্ব করেন।
জানা গেছে, উপজেলার ২৫টি উচ্চ বিদ্যালয় ও ৩টি মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় ২১টি ইভেন্টে অংশ নেয়। ক্রিকেটে (বালক) শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, অক্সফোর্ড একডেমি রানার্সআপ, বালিকা বিভাগে নালী বড়রিয়া কেসি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শাকরাইল উচ্চ বিদ্যালয় রানার্সআপ ট্রফি অর্জণ করে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির ও রুনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।