শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ): বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সমিতির উদ্যোগে রোববার বিকেলে শিবালয় উপজেলার আরিচা ও তেওতায় আট শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় সওজ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আতাউর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাসেল মৃধা, প্রকৌশলী জুলহাস ও শিবালয় উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।