মানিকগঞ্জ : মঙ্গলবার শিবালয় উপজেলা স্বাস্থ্য বিভাগের সহয়তায় পিআইএইচআরএস ফেজ-২ ও ডিআরআরএ আয়োজিত প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সন্মাষিক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শাহ আলমগীর।
স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, প্রতিবন্ধী সংস্থা ডিআরআরএ সমন্বয়কারী সৈয়দ সাখাওয়াত হোসেন, সভাপতি পরিমল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তালিকাভুক্ত ৩১২ জন প্রতিবন্ধী নিয়ে এ সংস্থার কার্যক্রম শুরু হলেও বর্তমানে ১৩২৫ জন প্রতিবন্ধীকে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। এর মধ্যে এর মধ্যে উন্নত চিকিৎসা, হুইল চেয়ার, ক্রাচ, সাদা ছড়ি, ওষুধ, হেয়ার এইড অন্যতম। এছাড়া, প্রথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ডিভাইস বিতরণ শুরু হবে।
সবখবর/ আওয়াল
Leave a Reply