মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে উথলী আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবকরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা- আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় অভিভাবকরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আবু ইউছুফ আলীর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতায় তারা অতিষ্ঠ। তার কারনে স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক নকুল চন্দ্র শর্মা, কাদের শিকদার, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, ছানোয়ার হোসেন ও লতা বেগম।