মানিকগঞ্জ : শিবালয়ের পাটুরিয়া পদ্মা রিভারভিউ হোটেল গ্যালারিতে ফিরমা ফাউন্ডেশন ও তারুণ্যের ছবিঘর ফটোগ্রাফিক সোসাইটি ‘ফিরমা ফিয়েস্টা-২০১৯’ নামে তিন দিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনী, বাউল সংগীত ও পিঠা উৎসব আয়োজন করে।
শুক্রবার সন্ধায় সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস প্রধান অতিথি হিসেবে জিয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ায় এ আয়োজন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপভোগ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, ফাউন্ডেশন সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি সজল সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম পাপ্পু, তারুণ্যের ছবিঘর ফটোগ্রাফিক সোসাইটি সভাপতি মোস্তাফিজ নিশাত, কোষাধ্যক্ষ মীর নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সৌখিন আলোকচিত্র গ্রাহকদের ১শ’ ছবির প্রদর্শনীতে ১ম এলিন আনসান তানভির ২৫ হাজার, ২য় মৃদুল নাথ ১৫ হাজার ও ৩য় তানজিম আলম টোকন ১০ হাজার টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট লাভ করে।