শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ) : বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধায় শিবালয় উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য কল্যাণ সাহা রতন।
শিবালয় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈশাখী টিভি মানিকগঞ্জ প্রতিনিধি মারুফ হোসেন।
আলোচনায় অন্যান্যের মধ্যে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলো আ’লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এমএ কুদ্দুস, ইন্সপেক্টর নজরুল ইসলাম, উপজেলো আ’লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এমএ কুদ্দুস, মানিকগঞ্জ প্রেসক্লাব সহ-সম্পাদক বিএম খোরশেদ, সমাজ সেবিকা কৃষ্ণা সাহা, তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ বৈশাখী টেলিভিশন ও সংশ্লিষ্টদের উত্তরাত্তর সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।