শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ) : বাংলাদেশ পানি উন্নয়ন বিভাগের আওতাধীন (এফআরইআরএমআইপি) শীর্ষক প্রকল্প বাস্তবায়নে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় প্রায় দেড় কিলোমিটার নদী সংরক্ষণ কাজের জন্য ২০১৬/১৭ অর্থ বছরে অধিগ্রহণকৃত ভূমির ২০টি চেক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
জনগণের দৌরগোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে সোমবার বিকেল শিবালয়ের গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত ভূমি অধিগ্রহণ কেসের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোঃ মাসুম, তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি বিকাশ সাহা দিপু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নদী পাড়ে বসবাসকারী চিহ্নিত আদিবাসী ‘বাগদী’ পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র হিসেবে অর্ধশত কম্বল তুলে দেন।