মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া মোড়ে মেগাফিড নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ১ টার দিকে ফ্যাক্টরির কাঁচামালের গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মানিকগঞ্জ, শিবালয় ও ঘিওরের তিনটি ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মানিকগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও ফ্যাক্টরি কতৃপক্ষ আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান সর্ম্পকে কোন তথ্য দিতে পারেনি।