শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ): পুলিশ প্রশাসনের পক্ষে শিবালয় থানা এলাকায় দুস্থ্য-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম।
সোমবার রাতে তিনি শিবালয় থানা ভবন, আরিচা-পাটুরিয়া ঘাট, আরপাড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে দেড় সহস্রাধিক মানুষের মাঝে এ সব কম্বল বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী ও শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, অসহায় ও ছিন্নমূল মানুষের শীত নিবারণের লক্ষ্যে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফোরাম অনুরুপ কর্মসূচী গ্রহণ করেছে। জেলার সব থানা এলাকায় পর্যায়ক্রমে তা বিতরণ করা হবে।