শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ) : ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় থানাধীন পাটুরিয়া লিং রোডের নবগ্রাম এলাকা থেকে গত বুধবার রাতে মা’ মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরিচয় মিললেও এ দুর্ঘটনা নিয়ে জনমনে গুঞ্জণের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মাগুড়ার শালিথা থানার সোনাপাড়া এলাকার সুমন মিয়ার স্ত্রী নার্গিস (৩০) ও আট বছরের শিশু কন্যা শারমিন সাম্মি বুধবার রাতে মহাসড়কের উক্ত স্থানে ঢাকামুখী একটি পিকআপ চাপায় নিহত হয়। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ চালক বিহীন পিক-আপ জব্দ করলেও নিহত মা’মেয়ে এখানে কি ভাবে আসলো এ নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন উঠে।
বরংগাঈল হাই-ওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইয়ামনি-উদ-দৌলা ও সার্জেন্ট রুবেল জানান, নিহতের ভাই মুস্তাকিম ৯৯৯ ফোন দিয়ে প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত করেছেন। লাশ দুটি ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শিবালয় থানায় মামলা ও মূল ঘটনা উৎঘাটনে পুলিশ কাজ করছে।