বিনোদন ডেস্ক : ছবির প্রচারণায় এখন ব্যস্ত এই বলিউড অভিনেত্রী দীপিকা সুন্দরী। ছবির প্রচারে রণবীর-পত্নী সম্প্রতি একটি ডান্স রিয়েলিটি শোতে গিয়েছিলেন। সেখানে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে না পেরে শো চলাকালীনই কেঁদে ফেলেন দীপিকা।
শোয়ের প্রতিযোগীরা দীপিকার একের পর এক হিট গানে কোমর দুলিয়েছেন। তার অভিনীত ‘পদ্মাবত’ ছবির ‘ঘুমর’ গানে নাচ শেষ হতেই কেঁদে ফেলেন দীপিকা। দু’হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকেন তিনি। সেই কান্নায় ছিল আবেগের বহিঃপ্রকাশ।
শোতে কান্নার কারণ পরে অবশ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তার গানে নাচের জন্য প্রতিযোগীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এতদিন অনেক শোতে গিয়েছি, কিন্তু এ দিন আমার হৃদয়ে যে কী অনুভূতি চলছিল তা বলে বোঝাতে পারব না। প্রতিযোগীদের অসংখ্য ধন্যবাদ।