বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের রাস্তায় অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরের একটি ভিডিও প্রকাশ্যে আসে। গেল বুধবার যেখানে দেখা যায় এক পথশিশু জাহ্নবীর গা ঘেঁষে দাঁড়িয়ে।
এরপর জাহ্নবী তাকে ডেকে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে থেকে একটি বিস্কুটের প্যাকেট হাতে ধরিয়ে দেন। ওই সময় পাপারাৎজিকে ছবি তুলতে না করেন শ্রীদেবী-কন্যা।
তিনি পাপারাৎজিকে পথশিশুদের সাহায্যের সময় ক্যামেরা বন্ধ করতে বলে। কোনও শিশুকে সাহায্যের সময় এভাবে ক্যামেরার ফ্ল্যাশে তার ছবি উঠে আসা বিষয়টি ভালো লাগে না। পাপারাৎজিকে বিষয়টি বুঝান জাহ্নবী।
তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পথ শিশুদের সাহায্য করছেন জাহ্নবী, এমন ভিডিও প্রকাশ্যে এসেছে। কখনও নিজের কাছে টাকা না থাকায়, গাড়ি চালকের কাছ থেকে টাকা নিয়ে এক শিশুর হাতে ধরিয়ে দেন।
আবার কখনও বিস্কুট দিয়ে শিশুদের সাহায্য করতে দেখা যায় ধড়ক খ্যাত অভিনেত্রীকে।
জাহ্নবী কাপুরের ওই ভিডিও বার বার প্রকাশ্যে আসায় বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। কেউবা বলছেন, যেমন মা তেমনই মেয়ে।
সবখবর/ আওয়াল